ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৯৬
ডান হাতে খাওয়া, নিকটবর্তী খাদ্য খাওয়া এবং খাওয়ার আগে 'বিসমিল্লাহ' বলা
(২২৯৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন আহার করে, তখন সে যেন ডানহাতে আহার করে, এবং সে যখন পান করে তখন সে যেন ডানহাতে পান করে । কারণ শয়তান বামহাতে আহার করে এবং বামহাতে পান করে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا قال: إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২২৯৬ | মুসলিম বাংলা