ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৯৫
ডান হাতে খাওয়া, নিকটবর্তী খাদ্য খাওয়া এবং খাওয়ার আগে 'বিসমিল্লাহ' বলা
(২২৯৫) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন খাদ্য গ্রহণ করে, তখন সে যেন 'বিসমিল্লাহ' বলে। যদি সে প্রথমে 'বিসমিল্লাহ' বলতে ভুলে যায়, তবে সে যেন বলে ‘প্রথমে ও শেষে বিসমিল্লাহ'।
عن عائشة رضي الله عنها مرفوعا: إذا أكل أحدكم طعاما فليقل: بسم الله فإن نسي في أوله فليقل: بسم الله في أوله وآخره (بسم الله أوله وآخره)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছটিতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে আদেশ করেছেন। কিন্তু অনেকের তা বলতে মনে থাকে না। খাওয়া শুরু করার পর হয়তো নিজেরই মনে পড়ে অথবা অন্য কেউ স্মরণ করিয়ে দেয়। এমনও হতে পারে যে, এক ব্যক্তির জানাই নেই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। খাওয়া শুরু করার পর কেউ তাকে এটা শিখিয়ে দিল। তা যেভাবেই হোক না কেন, খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, তা ভুলে হোক বা ইচ্ছাকৃত, সে ক্ষেত্রে কী করণীয়? এ হাদীছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন, শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হবে তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ (এর শুরুতে এবং শেষে আল্লাহর নামে) বলবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত।
খ. শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হয় তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ বলবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত।
খ. শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখন স্মরণ হয় তখন بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ বলবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
