ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৯৪
ডান হাতে খাওয়া, নিকটবর্তী খাদ্য খাওয়া এবং খাওয়ার আগে 'বিসমিল্লাহ' বলা
(২২৯৪) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খাদ্যের উপর (খাদ্য গ্রহণের সময়) আল্লাহর নাম নেওয়া না হলে শয়তান সেই খাদ্য গ্রহণের বৈধতা লাভ করে।
عن حذيفة رضي الله عنه مرفوعا: إن الشيطان يستحل الطعام أن لا يذكر اسم الله عليه.

হাদীসের ব্যাখ্যা:

শয়তান খাদ্যকে হালাল করিয়া লয়—অর্থাৎ, শয়তানও সেই খাদ্য ভোগ করিতে সমর্থ হয়। বিসমিল্লাহ্ বলিলে উহার বরকতে শয়তান উহাতে শামিল হইতে সক্ষম হয় না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ্ ভুলিয়া গেলে খাওয়ার মধ্যে যখনই স্মরণ হয়, বিসমিল্লাহ্ পড়িয়া নিবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন