ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৯৮
আহারের আগে ও পরে ওযু করা
(২২৯৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শৌচাগার থেকে বেরিয়ে আসলেন। তখন তাঁর সামনে খাদ্য আনয়ন করা হল। তারা বলেন, আমরা কি আপনাকে ওযুর পানি এনে দেব না? তিনি বললেন, যখন আমি সালাতের জন্য দাঁড়াই, শুধু সে সময়েই আমাকে ওযুর নির্দেশ দেওয়া হয়েছে।
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم خرج من الخلاء فقرب إليه طعام فقالوا: ألا نأتيك بوضوء؟ قال: إنما أمرت بالوضوء إذا قمت إلى الصلاة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৯৮ | মুসলিম বাংলা