ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৮২
জবাইয়ের নিয়মাবলি
খরগোশ ও বন্যগাধা বৈধ
(২২৮২) আবু কাতাদা রা. থেকে বর্ণিত, বন্যগাধা শিকার করার ঘটনার বর্ণনায় তিনি বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) উক্ত বন্যগাধার রানটি কবুল করেন এবং তা ভক্ষণ করেন।
كتاب الذبائح
عن أبي قتادة رضي الله عنه في قصة الحمار الوحشي: فأخذها رسول الله صلى الله عليه وسلم فأكلها... فقال للقوم: كلوا.