ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৮১
খরগোশ ও বন্যগাধা বৈধ
(২২৮১) আনাস ইবন মালিক রা. আবু কাতাদা রার খরগোশ শিকারের কাহিনী বর্ণনা প্রসঙ্গে বলেন, তখন তিনি খরগোশটি জবাই করেন এবং তার রানটিকে নবী (ﷺ) এর নিকট প্রেরণ করেন । তিনি তা কবুল করেন।
عن أنس في قصة أبي قتادة رضي الله عنهما في صيد الأرنب قال: فذبحها فبعث بوركيها إلى النّبي صلى الله عليه وسلم فقبلها.
