ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৭৮
জবাইয়ের নিয়মাবলি
মলভুক প্রাণি ভক্ষণ করা ও তার দুধ পান করা
(২২৭৮) আয়িশা রা. বলেন, আমি অবাক হই যদি কেউ কাক ভক্ষণ করে! অথচ রাসূলুল্লাহ (ﷺ) কাক হত্যার অনুমতি দিয়েছেন এবং কাককে 'পাপী' বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর কসম, কাক কখনোই পবিত্র খাদ্যের অন্তর্ভুক্ত নয়।
كتاب الذبائح
عن عائشة رضي الله عنها أنها قالت: إني لأعجب ممن يأكل الغراب وقد أذن النّبي صلى الله عليه وسلم في قتله وسماه فاسقا والله ما هو من الطيبات
tahqiqতাহকীক:তাহকীক চলমান