ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৭৭
মলভুক প্রাণি ভক্ষণ করা ও তার দুধ পান করা
(২২৭৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মলভুক প্রাণি ভক্ষণ করতে এবং তার দুধ পান করতে নিষেধ করেছেন।
عن ابن عمر رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل الجلالة وألبانها.
