ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৭৬
জবাইয়ের নিয়মাবলি
গুইসাপ জাতীয় বড় টিকটিকির মাংস ভক্ষণ
(২২৭৬) আব্দুর রহমান ইবন শিবল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) গুইসাপ জাতীয় বড় টিকটিকির (lizard) মাংস ভক্ষণ করতে নিষেধ করেছেন।
كتاب الذبائح
عن عبد الرحمن بن شبل رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم نهى عن أكل لحم الضب
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, বিভিন্ন সহীহ হাদীসে দাব্ব বা ‘গুইসাপ জাতীয় বড় টিকটিকি'র মাংস বৈধ বলে উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে অন্যান্য সহীহ হাদীসে তা অবৈধ বলে উল্লেখ করা হয়েছে। সম্ভবত রাসূলুল্লাহ (ﷺ) এ বিষয়ে প্রথম দিকে অপেক্ষামাণ ছিলেন, পরবর্তীকালে তা বর্জন করার বিষয়েই মতামত স্থির হয় । মুসলিম ও আবু দাউদের বর্ণনা থেকে এরূপ অনুমিত হয় । আল্লাহই ভালো জানেন ।