ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৭৫
হায়েনা, নেকড়ে, শৃগাল, খেকশিয়াল ভক্ষণের নিষেধাজ্ঞা
(২২৭৫) তাবিয়ি ইবন আবু আম্মার বলেন, আমি জাবির রা.কে বললাম, হায়েনা কি শিকার? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আমি কি হায়েনা ভক্ষণ করব? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এ কথা কি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন? তিনি বললেন, হ্যাঁ।
عن ابن أبي عمار قال قلت لجابر رضي الله عنه: الضبع أصيد هي؟ قال نعم قال قلت اكلها؟ قال: نعم قال: قلت أقاله رسول الله صلى الله عليه وسلم ؟ قال: نعم

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, অখাদ্য বা অবৈধ পশুও শিকার হতে পারে। আলী রা. এক কবিতায় বলেন: صيد الملوك أرانب وثعالب • وإذا ركبت فصيدي الأبطال ‘রাজা-বাদশাগণ শিকার করেন খরগোশ ও শৃগাল। আর আমি যখন আরোহণ করি তখন আমি শিকার করি বীরগণকে'।
tahqiqতাহকীক:তাহকীক চলমান