ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৭৪
হায়েনা, নেকড়ে, শৃগাল, খেকশিয়াল ভক্ষণের নিষেধাজ্ঞা
(২২৭৪) খুযাইমা ইবন জায্ রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে হায়েনা ভক্ষণ করার বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, কেউ কি হায়েনা ভক্ষণ করে? আমি তাকে নেকড়ে (jackal/ wolf) সম্পর্কেও জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, কোনো ভালো মানুষ কি নেকড়ে ভক্ষণ করে?
عن خزيمة بن جزء رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن أكل الضبع فقال: أو يأكل الضبع أحد؟ وسألته عن الذئب في التغلب؟ فقال: أو يأكل الذئب أحد فيه خير؟ (وفي رواية ابن ماجه: ما تقول في الثعلب ؟ قال ومن يأكل الثعلب؟
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৭৪ | মুসলিম বাংলা