ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৭৩
হায়েনা, নেকড়ে, শৃগাল, খেকশিয়াল ভক্ষণের নিষেধাজ্ঞা
(২২৭৩) তাবিয়ি আব্দুল্লাহ ইবন ইয়াযীদ আস-সা'দি বলেন, আমি (প্রসিদ্ধ তাবিয়ি) সায়ীদ ইবন মুসাইয়িবকে প্রশ্ন করে বললাম, আমার জাতির অনেক মানুষ হায়েনা (hyena) ভক্ষণ করে। তিনি বললেন, হায়েনা খাওয়া হালাল নয় । তখন তার নিকট সাদা দাড়ি ও সাদা চুল এক বৃদ্ধ বসে ছিলেন। তিনি বললেন, হে আব্দুল্লাহ, এ বিষয়ে আমি আবু দারদা রা. থেকে যা শুনেছি তা কি তোমাকে বলব? আমি বললাম, হ্যাঁ, বলুন। তিনি বললেন, আমি আবু দারদা রা.কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) হিংস্র জন্তু দ্বারা আক্রমণ করে কেটে নেওয়া অঙ্গ, লুট করে নেওয়া দ্রব্য, বেঁধে রেখে তীর নিক্ষেপ করে মেরে ফেলা জন্তু এবং সকল শ্বদন্ত ব্যবহারকারী শিকারি জন্তু ভক্ষণ করতে নিষেধ করেছেন।
عن عبد الله بن يزيد السعدي قال: سألت سعيد بن المسيب أن ناسا من قومي يأكلون الضبع فقال: إن أكلها لا يحل وكان عنده شيخ أبيض الرأس واللحية فقال الشيخ: يا عبد الله ألا أخبرك بما سمعت أبا الدرداء يقول فيه؟ قلت: نعم قال: سمعت أبا الدرداء يقول: نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل كل ذي خطفة ونهبة ومجثمة وكل ذي ناب من السباع
