ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৭২
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৭২) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি ঘোড়ার গোশত অপছন্দ করতেন এবং নিম্নের আয়াতটি পাঠ করতেন: 'তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা'।**
عن ابن عباس رضي الله عنهما أنه كان يكره لحوم الخيل ويقرأ هذه الآية: والخيل والبغال والحمير لتركبوها (وزينة).
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৭২ | মুসলিম বাংলা