ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৭১
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৭১) জাবির রা. বলেন, খাইবারের যুদ্ধের সময়ে রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত নিষিদ্ধ করেন এবং ঘোড়ার গোশত ভক্ষণের অনুমতি প্রদান করেন।
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم الحمر الأهلية ورخص في الخيل. وفي لفظ مسلم: وأذن في لحوم الخيل.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২২৭১ | মুসলিম বাংলা