ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৭০
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৭০) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, খাইবারের যুদ্ধের সময়ে রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধা গোশত, ঘোড়ার গোশত ও খচ্চরের গোশত হারাম করে দেন।
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: لما كان يوم خيبر... حرم رسول الله صلى الله عليه وسلم لحوم الحمر الإنسية ولحوم الخيل والبغال.
