ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৬৯
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৬৯) খালিদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গৃহপালিত গাধা, গৃহপালিত ঘোড়া, গৃহপালিত খচ্চর, শব্দন্ত ব্যবহারকারী শিকারি পশু ও নখর ব্যবহারকারী শিকারি পাখি তোমাদের জন্য হারাম।
عن خالد رضي الله عنه مرفوعا: حرام عليكم حمر الأهلية وخيلها وبغالها وكل ذي ناب من السباع وكل ذي مخلب من الطير.
