ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৫৭
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৫৭) রাফি' ইবন খাদীজ রা. বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম। এ সময়ে একটি উট পালিয়ে যায়। একব্যক্তি একটি তীর নিক্ষেপ করে উটটিকে আটক করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ সকল গৃহপালিত পশুও কখনো কখনো বন্য পশুর মতো ক্ষিপ্ত ও অবাধ্য হয়ে ওঠে। এভাবে কোনো পশু যদি তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তোমরা তার সাথে এরূপ করবে (এভাবে তীর বা অনুরূপ কিছু দ্বারা তার দেহের যে কোনো স্থানে আঘাত করে রক্তপাত করতে পারলেই তা ভক্ষণ করা বৈধ হবে) । রাফি' ইবন খাদীজ বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, অনেক সময় আমরা যুদ্ধে এবং সফরে থাকা অবস্থায় পশু জবাই করার ইচ্ছা করি, কিন্তু আমাদের সাথে ছুরি থাকে না। তিনি বলেন, দ্রুততার সাথে জবাই শেষ করবে । রক্ত প্রবাহিত করে এরূপ যে কোনো বস্তু দিয়ে জবাই করা হলে এবং আল্লাহর নাম নেওয়া হলে তা ভক্ষণ করবে, তবে দাঁত ও নখ দ্বারা জবাই করা যাবে না; কারণ দাঁত হল হাড় এবং নখ হল আফ্রিকার বর্বরদের ছুরি।
عن رافع بن خدیج رضي الله عنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فند بعير من الإبل قال: فرماه رجل بسهم فحبسه قال ثم قال: إن لها أوابد كأوابد الوحش فما غلبكم منها فاصنعوا به هكذا قال: قلت: يا رسول الله إنا تكون في المغازي والأسفار فنريد أن نذبح فلا تكون مدى قال: أرن ما نهر أو أنهر الدم وذكر اسم الله فكل غير السن والظفر فإن السن عظم والظفر مدى الحبشة.
