ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৫৬
জবাইয়ের সময় কীভাবে আল্লাহর নাম নিতে হবে
(২২৫৬) কুরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘সেগুলোকে (উটগুলোকে) সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় রেখে তোমরা সেগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো'।** এই আয়াতের ব্যাখ্যায় ইবন আব্বাস রা. বলেন, তিনটি পা বেঁধে রেখে দণ্ডায়মান অবস্থায় (বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার মিনকা ওয়া ইলাইকা) অর্থাৎ 'আল্লাহর নামে এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আপনার পক্ষ থেকে এবং আপনারই দিকে' বলতে হবে।
عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى: أذكروا اسم الله عليها صواف قال: قياما على ثلاث قوائم معقولة بسم الله والله أكبر اللهم منك وإليك.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৫৬ | মুসলিম বাংলা