ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৫৫
জবাইয়ের সময় ইচ্ছাপূর্বক আল্লাহর নাম নেওয়া পরিত্যাগ করা
(২২৫৫) মুআয রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো শিকারকে তীর নিক্ষেপ করার সময় আল্লাহর নাম নিতে ভুলে যায় তবে যেন সে সেই শিকার ভক্ষণ করে। তবে যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ পরিত্যাগ করে তবে তা ভক্ষণ করবে না।
عن معاذ بن جبل رضي الله عنه مرفوعا: من رمى صيدا فنسي أن يذكر الله فليأكل منه ما لم يدع التسمية متعمدا.
