ফিকহুস সুনান ওয়াল আসার
৩২. ভাগচাষ ও বর্গাপ্রথার মাসাঈল
হাদীস নং: ২২৪৫
ভাগচাষ ও বর্গাপ্রথার মাসাঈল
ভাগচাষ ও বর্গাপ্রথার বৈধতা
(২২৪৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খাইবারের খেজুরের বাগান এবং জমি ইয়াহুদিদেরকে প্রদান করেন এই শর্তে যে, তারা নিজেদের টাকাপয়সা দিয়ে তা চাষাবাদ করবে এবং রাসূলুল্লাহ (ﷺ) ফল-ফসলের অর্ধেক লাভ করবেন।
کتاب المزارعة والمساقاة
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم دفع إلى يهود خيبر نخل خيبر وأرضها على أن يعتملوها من أموالهم ولرسول الله صلى الله عليه وسلم شطر ثمرها.