ফিকহুস সুনান ওয়াল আসার
৩২. ভাগচাষ ও বর্গাপ্রথার মাসাঈল
হাদীস নং: ২২৪৪
ভাগচাষ ও বর্গাপ্রথার বৈধতা
(২২৪৪) ইবন উমার রা. বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) খাইবার বিজয় করলেন তখন খাইবারের অধিবাসী ইয়াহুদিদেরকে সেখান থেকে বের করে দিতে চান । ইয়াহুদিগণ রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আবেদন করে যে, তিনি যেন তাদেরকে তথায় থাকার অনুমতি প্রদান করেন এই শর্তে যে, তারা তথাকার সকল (কৃষিক্ষেত ও ফলের বাগানে) কাজ-কর্ম করবে এবং যা ফল-ফসল উৎপন্ন হবে তার অর্ধেক তারা পাবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদের বলেন, আমরা তোমাদেরকে অস্থায়ীভাবে এই শর্তে এখানে থাকার অনুমতি দিচ্ছি যে, আমরা যতদিন ইচ্ছা করব ততদিন এই চুক্তি বলবৎ থাকবে। এভাবে তারা তথায় অবস্থান করতে থাকে। এরপর উমার রা. তার খিলাফতের সময় তাদেরকে সেখান থেকে বের করে দেন।
عن ابن عمر رضي الله عنهما: لما ظهر صلى الله عليه وسلم على خيبر أراد إخراج اليهود منها فسألت اليهود رسول الله صلى الله عليه وسلم ليقرهم بها أن يكفوا عملها ولهم نصف الثمر فقال لهم رسول الله صلى الله عليه وسلّم نقركم بها على ذلك ما شئنا فقروا بها حتى أجلاهم عمر.
