ফিকহুস সুনান ওয়াল আসার
৩২. ভাগচাষ ও বর্গাপ্রথার মাসাঈল
হাদীস নং: ২২৪৬
ভাগচাষ ও বর্গাপ্রথার বৈধতা
(২২৪৬) আবু হুরাইরা রা. বলেন, (মদীনায় হিজরতের পর রাসূলুল্লাহ (ﷺ) যখন আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন তখন) আনসারগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের খেজুরের বাগানগুলো আমাদের ও আমাদের (মুহাজির) ভাইদের মধ্যে বণ্টন করে দিন । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, না। তখন তারা বলেন, আপনারা (মুহাজিরগণ) আমাদের কাজকর্মগুলো সম্পন্ন করে দিন, আমরা আপনাদেরকে উৎপন্ন ফলের অংশীদার করব। তারা বলেন, আমরা আপনাদের কথা শুনলাম ও মেনে নিলাম।
عن أبي هريرة رضي الله عنه: قالت الأنصار للنبي صلى الله عليه وسلم: أقسم بيننا وبين إخواننا النخيل قال لا فقالوا: تكفونا المئونة ونشرككم في الثمرة قالوا: سمعنا وأطعنا.
