ফিকহুস সুনান ওয়াল আসার
৩১. অগ্রক্রয়াধিকার
হাদীস নং: ২২৪১
অগ্রক্রয়াধিকার
তাৎক্ষণিক দাবিদারই অগ্রক্রয়াধিকার লাভ করবেন
(২২৪১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অগ্রক্রয়াধিকার রশির বাধন খোলার মতো (দ্রুত নিষ্পত্তি করতে হবে)।
كتاب الشفعة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: الشفعة كحل العقال.