ফিকহুস সুনান ওয়াল আসার

৩১. অগ্রক্রয়াধিকার

হাদীস নং: ২২৪২
তাৎক্ষণিক দাবিদারই অগ্রক্রয়াধিকার লাভ করবেন
(২২৪২) তাবিয়ি বিচারপতি শুরাইহ বলেন, অগ্রক্রয়াধিকার শুধু সেই পাবে যে লাফিয়ে (তাৎক্ষণিকভাবে) তা দাবি করবে।
عن شريح : إنما الشفعة لمن واثبها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৪২ | মুসলিম বাংলা