ফিকহুস সুনান ওয়াল আসার

৩১. অগ্রক্রয়াধিকার

হাদীস নং: ২২৩৮
অগ্রক্রয়াধিকার
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৮) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাড়ির জন্য বাড়ির প্রতিবেশীর অধিকার সর্বাধিক।
كتاب الشفعة
عن أنس رضي الله عنه مرفوعا: جار الدار أحق بالدار.
tahqiqতাহকীক:তাহকীক চলমান