ফিকহুস সুনান ওয়াল আসার

৩১. অগ্রক্রয়াধিকার

হাদীস নং: ২২৩৭
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৭) আবু রাফি' রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, ক্রয়ের অগ্রাধিকার প্রতিবেশীর বেশী।
عن أبي رافع رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: الجار أحق بسقبه (بشفعته).
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৩৭ | মুসলিম বাংলা