ফিকহুস সুনান ওয়াল আসার

৩১. অগ্রক্রয়াধিকার

হাদীস নং: ২২৩৬
বাড়ি, জমি, বাগান ইত্যাদি সকল শরিকানা সম্পত্তিতে বণ্টিত না হওয়া পর্যন্ত অগ্রক্রয়াধিকার থাকবে
(২২৩৬) তাবিয়ি আমর ইবন শারীদ তার পিতা শারীদ ইবন সুওয়াইদ রা. থেকে বলেন, একব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আমার জমিতে কারো কোনো শরিকানা নেই এবং কোনো বণ্টনেরও অধিকার নেই, তবে তার প্রতিবেশী আছে । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তার ব্যাপারে প্রতিবেশীর অগ্রাধিকার থাকবে।
عن عمرو بن الشريد عن أبيه أن رجلا قال: يا رسول الله أرضي ليس لأحد فيها شركة ولا قسمة إلا الجوار فقال رسول الله صلى الله عليه وسلم: الجار أحق بسقبه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৩৬ | মুসলিম বাংলা