ফিকহুস সুনান ওয়াল আসার
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদীস নং: ২১৮৮
হেবা তথা অনুদান প্রসঙ্গ
উমরা ও রুকবা বা জীবৎকালীন সম্পত্তি দান
(২১৮৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কাউকে এই শর্তে বাড়ি বা সম্পত্তি দান করবে না যে, আপনি যদি আমার আগে মৃত্যুবরণ করেন তবে সম্পত্তি আমার কাছে ফিরে আসবে, আর আমি যদি আপনার আগে মৃত্যুবরণ করি তবে তা আপনার মালিকানায় থাকবে । এবং তোমরা এই শর্তেও দান করবে না যে, আপনি যতদিন জীবিত থাকবেন এই সম্পত্তি ভোগ করবেন। যদি কেউ এভাবে মৃত্যুর অপেক্ষায় বা জীবৎকালীন ভোগের জন্য কিছু দান করে তবে উভয় ক্ষেত্রেই উক্ত সম্পত্তি যাকে দান করা হয়েছে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারীগণ লাভ করবে।
كتاب الهبة
عن جابر رضي الله عنه مرفوعا: لا ترقبوا ولا تعمروا فمن أرقب شيئا أو أعمره فهو لورثته.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এইরূপ দানের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে দানকৃত সম্পত্তির মালিকানা গ্রহীতাকে বুঝে দেওয়া হয় এবং দানকারী গ্রহীতার মৃত্যুর মাধ্যমে দান ফিরে পাওয়ার অপেক্ষা করতে থাকেন। এক্ষেত্রে দান ও মালিকানা হস্তান্তর বৈধ হবে, কিন্তু মৃত্যুর পরে ফেরত পাওয়ার শর্ত অবৈধ ও বাতিল হবে। আল্লাহই ভালো জানেন।