ফিকহুস সুনান ওয়াল আসার

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ

হাদীস নং: ২১৮৯
কৃপণতা ও দানের পরে খোঁটা দেওয়ার নিন্দা
(২১৮৯) আবু বাকর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমাজের মানুষদের মধ্যে সুসম্পর্ক নষ্টকারী ব্যক্তি, কৃপণ ব্যক্তি এবং দান বা করুণা করার পরে তা বারংবার উল্লেখকারী বা খোঁটা প্রদানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
عن أبي بكر الصديق رضي الله عنه مرفوعا: لا يدخل الجنة خب ولا بخيل ولا منان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২১৮৯ | মুসলিম বাংলা