ফিকহুস সুনান ওয়াল আসার
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদীস নং: ২১৮৭
উমরা ও রুকবা বা জীবৎকালীন সম্পত্তি দান
(২১৮৭) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের সম্পদ তোমাদের নিজেদের নিয়ন্ত্রণে সংরক্ষণ করবে। তোমরা তোমাদের সম্পদ নষ্ট করবে না। যদি কেউ কাউকে উমরা' বা জীবৎকালীন ভোগদখলের জন্য কোনো সম্পত্তি দান করে, তবে দানগ্রহীতা ও তার উত্তরাধিকারীগণ জীবিত ও মৃত উভয় অবস্থাতেই উক্ত সম্পত্তির মালিকানা লাভ করবে।
عن جابر رضي الله عنه مرفوعا: أمسكوا عليكم أموالكم ولا تفسدوها فإنه من أعمر عمرى فهي للذي أعمرها حيا وميتا ولعقبه.
