ফিকহুস সুনান ওয়াল আসার
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদীস নং: ২১৮৬
উমরা ও রুকবা বা জীবৎকালীন সম্পত্তি দান**
(২১৮৬) জাবির রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উমরা (জীবৎকালীন সম্পত্তি অনুদান) যাকে প্রদান করা হয়েছে তার মালিকানায় চলে যাবে (কেউ যদি কাউকে বাড়ি বা সম্পত্তি দান করে বলে যে, 'আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন ভোগ করবেন', তবে এইরূপ অনুদানের মালিকানা গ্রহীতা স্থায়ীভাবে লাভ করবে)।
عن جابر رضي الله عنه مرفوعا: العمرى لمن وهبت له.
হাদীসের ব্যাখ্যা:
** আরবিতে 'উমরা' এবং 'রুকবা' বলতে বোঝায় 'জীবৎকালীন' সম্পত্তি দান। অর্থাৎ প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে কোনো বাড়ি, জমি বা সম্পত্তি প্রদান করে বলবেন যে, আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন এই সম্পত্তি আপনি ভোগদখল করবেন। আরবদের মধ্যে এইরূপ অনুদান প্রচলিত ছিল। এইরূপ অনুদানের বিধান সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেছেন গ্রহীতা বা ভোক্তার মৃত্যুর পরে তা অনুদান প্রদানকারীর মালিকানায় ফিরে আসবে। অন্যরা বলেছেন যে, এইরূপ দান স্থায়ীভাবে গ্রহীতার মালিকানায় চলে যাবে এবং তার মৃত্যুর পরে তার উত্তরাধিকাররা তা লাভ করবে। (অনুবাদক)
