ফিকহুস সুনান ওয়াল আসার

২৩. স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়

হাদীস নং: ২১৫৮
উত্তরাধিকারীর জন্য ওসীয়ত হবে না এবং তার জন্য ঋণের স্বীকারোক্তিও গ্রহণযোগ্য নয়
(২১৫৮) তাবিয়ি জা'ফর সাদিক বলেন, তার পিতা তাবিয়ি মুহাম্মাদ বাকির বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উত্তরাধিকারীর জন্য কোনো ওসীয়ত হবে না এবং তার জন্য ঋণের স্বীকারোক্তিও গৃহীত হবে না।
عن جعفر بن محمد عن أبيه مرفوعا: لا وصية لوارث ولا إقرار له بدين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২১৫৮ | মুসলিম বাংলা