ফিকহুস সুনান ওয়াল আসার

২৩. স্বীকারোক্তি ও সন্ধি অধ্যায়

হাদীস নং: ২১৫৯
মুসলিমদের মধ্যে সন্ধি বৈধ, তবে যে সন্ধি হালালকে হারাম বা হারামকে হালাল করে তা বৈধ নয়
(২১৫৯) আমর ইবন আওফ আল মুযানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমদের মধ্যে সন্ধি বৈধ, কিন্তু যে সন্ধি হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে সে সন্ধি বৈধ নয়। মুসলিমগণকে তাদের শর্তসমূহ পূরণ করতে হবে, তবে যে শর্ত হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে তা অবৈধ।
عن عمرو بن عوف المزني رضي الله عنه مرفوعا قال: الصلح جائز بين المسلمين إلا صلحا حرم حلالا أو أحل حراما والمسلمون على شروطهم إلا شرطا حرم حلالا أو أحل حراما
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২১৫৯ | মুসলিম বাংলা