ফিকহুস সুনান ওয়াল আসার

২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান

হাদীস নং: ২১৪১
দাবীদারকে প্রমাণ পেশ করতে হবে এবং অস্বীকারকারী শপথ করবে
(২১৪১) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, ইয়ামানের হাদরামাউত অঞ্চলের একব্যক্তি এবং কিনদাহ গোত্রের একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে । হাদরামাউতবাসী কিনদি লোকটির বিরুদ্ধে অভিযোগ পেশ করে যে, সে তার একটি পৈতৃক জমি দখল করে নিয়েছে তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমার নিকট কি কোনো প্রমাণ আছে? লোকটি বলে, না। তখন তিনি বলেন, তাহলে তোমাকে তার শপথ মেনে নিতে হবে।
عن وائل بن حجر رضي الله عنه في قصة الحضرمي والكندي... فقال النبي صلى الله عليه وسلم للحضرمي: ألك بينة؟ قال: لا قال: فلك يمينه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২১৪১ | মুসলিম বাংলা