ফিকহুস সুনান ওয়াল আসার
২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান
হাদীস নং: ২১৪০
দাবীদারকে প্রমাণ পেশ করতে হবে এবং অস্বীকারকারী শপথ করবে
(২১৪০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি মানুষদেরকে তাদের দাবি মতো সব কিছু দেওয়া হয় তবে অনেক মানুষই অন্য মানুষদের রক্ত ও সম্পদ দাবি করে বসবে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ মামলা করা হয়েছে সে শপথ করবে।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: لو يعطى الناس بدعواهم لادعى ناس دماء رجال وأموالهم ولكن اليمين على المدعى عليه... ولكن البينة على المدعي واليمين على من أنكر
