ফিকহুস সুনান ওয়াল আসার
২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান
হাদীস নং: ২১৪২
দাবীদারকে প্রমাণ পেশ করতে হবে এবং অস্বীকারকারী শপথ করবে
(২১৪২) আশআস ইবন কাইস বলেন, আমার ও আরেক ব্যক্তির মাঝে একটি কূপ নিয়ে বিবাদ ছিল। তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে বিচার প্রার্থনা করি । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি দুইজন সাক্ষী পেশ করবে, অথবা সে (তোমার দাবি স্বীকার বা অস্বীকার করে) শপথ করবে।
عن الأشعث بن قيس رضي الله عنه قال: كانت بيني وبين رجل خصومة في بئر فاختصمنا إلى رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم: شاهداك أو يمينه
