ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৬৭
সুদের প্রকৃতি ও পরিচয়
(২০৬৭) আবু সায়ীদ খুদরি রা. ও আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একব্যক্তিকে খাইবারের প্রশাসনিক দায়িত্ব প্রদান করেন। সেই ব্যক্তি খাইবার থেকে (খাইবারের ফসল থেকে মুসলিমদের অংশ হিসেবে) উন্নত ও পরিচ্ছন্ন খেজুর আনয়ন করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, খাইবারের সকল খেজুরই কি এইরূপ ? ওই ব্যক্তি বলেন, আমরা দুই সা' নিম্নমানের খেজুরের বিনিময়ে এক সা' এইরূপ উন্নতমানের খেজুর গ্রহণ করি এবং তিন সা' নিম্নমানের খেজুরের বিনিময়ে দুই সা উন্নত খেজুর গ্রহণ করি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এরূপ করবে না। বরং নিম্নমানের খেজুরকে দিরহাম বা টাকায় বিক্রয় করবে, অতঃপর সেই টাকা দিয়ে উন্নত খেজুর ক্রয় করবে । এবং তিনি দাড়িপাল্লায় ওযন করার সময় সকল বিষয়ের ক্ষেত্রেই এরূপ বিধান প্রদান করেন।
عن أبي سعيد الخدري وأبي هريرة رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم استعمل رجلا على خيبر فجاءهم بتمر جنيب فقال: أكل تمر خيبر هكذا؟ فقال: إنا لنأخذ الصاع من هذا بالصاعين والصاعين بالثلاثة فقال: لا تفعل بع الجمع بالدراهم ثم ابتع بالدراهم جنيبا وقال في الميزان مثل ذلك (ولفظ مسلم وكذلك الميزان)
