ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৬৬
সুদের প্রকৃতি ও পরিচয়
(২০৬৬) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খেজুরের বিনিময়ে খেজুর, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য হাতেহাতে সমপরিমাণ, কমবেশী নয় কম কিংবা বেশী করলে সুদ হবে- বাটখারায় ওযন করা হয় এবং পাত্র দ্বারা মাপা হয়, তেমন সকল দ্রব্যের ক্ষেত্রে এই বিধান। ইবন আব্বাস রা. বলেন, হে আবু সায়ীদ, আপনি আমাকে এমন একটি বিষয় স্মরণ করিয়ে দিলেন যা আমি ভুলে গিয়েছিলাম। আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এবং তাওবা করছি। অতঃপর তিনি এই জাতীয় লেনদেন কঠিনভাবে নিষেধ করতেন।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: التمر بالتمر والحنطة بالحنطة والشعير بالشعير والذهب بالذهب والفضة بالفضة يدا بيد مثلا بمثل ليس فيه زيادة ولا نقصان فمن زاد أو نقص فقد أربي وكل ما يكال أو يوزن (عين بعين مثل بمثل فمن زاد فهو ربا قال: وكل ما يكال أو يوزن فكذلك أيضا) فقال ابن عباس: ذكرتني يا أبا سعيد أمرا نسيته أستغفر الله وأتوب إليه وكان ينهى بعد ذلك أشد النهي.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৬৬ | মুসলিম বাংলা