ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৬৪
সুদের প্রকৃতি ও পরিচয়
(২০৬৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমপরিমাণ ও সম-ওযনের হবে এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য সমপরিমাণ ও সম-ওযনের হবে। যদি কেউ বৃদ্ধি করে বা বৃদ্ধি দাবি করে তবে তা সুদ হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الذهب بالذهب وزنا بوزن مثلا بمثل والفضة بالفضة وزنا بوزن مثلا بمثل فمن زاد أو استزاد فهو ربا.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২০৬৪ | মুসলিম বাংলা