ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৬৩
সুদের প্রকৃতি ও পরিচয়
(২০৬৩) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমপরিমাণে ছাড়া বিক্রয় করবে না আর এর মধ্যে কোনোরূপ কমবেশী করবে না। আর তোমরা রৌপ্যের বিনিময়ে রোপ্য সমপরিমাণে ছাড়া বিক্রয় করবে না আর এর মধ্যে কোনোরূপ কমবেশী করবে না । আর উপস্থিত স্বর্ণ বা রৌপ্যের বিনিময়ে অনুপস্থিত স্বর্ণ বা রৌপ্য বিক্রয় করবে না।
عن أبي سعيد الخدري رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تبيعوا الذهب بالذهب إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا الورق بالورق إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا منها غائبا بناجز.
