ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৬২
সুদের নিন্দা এবং সুদের কারণে যারা অভিশপ্ত তাদের বিবরণ
(২০৬২) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সুদ ৭৩ প্রকারের, সবচেয়ে সহজ প্রকারের সুদের পাপের তুলনা হল যে, কোনো মানুষ তার মাতাকে বিবাহ করবে, আর সবচেয়ে কঠিন সুদ মুসলিমের সম্মান নষ্ট করা।
عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الربا ثلاثة وسبعون بابا أيسرها مثل أن ينكح الرجل أمه وإن أربى الربا عرض الرجل المسلم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৬২ | মুসলিম বাংলা