ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৬১
সুদের নিন্দা এবং সুদের কারণে যারা অভিশপ্ত তাদের বিবরণ
(২০৬১) জাবির রা. বলেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদ লিপিবদ্ধকারী এবং সুদের সাক্ষীদ্বয়কে রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপ প্রদান করেছেন এবং তিনি বলেছেন, তারা সকলেই সমান।
عن جابر رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال: هم سواء.
