ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৩৯
ক্রীতদাস-দাসী বিক্রয়ের ক্ষেত্রে নিকট-আত্মীয়দেরকে বিচ্ছিন্ন করা
(২০৩৯) আবু আইউব আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ মাতা ও তার সন্তানকে বিচ্ছিন্ন করে তবে কিয়ামতের দিন আল্লাহ তাকে তার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন করবেন।
عن أبي أيوب الأنصاري رضي الله عنه مرفوعا: من فرق بين والدة وولدها فرق الله بينه وبين أحبته يوم القيامة.
