ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৪০
ক্রীতদাস-দাসী বিক্রয়ের ক্ষেত্রে নিকট-আত্মীয়দেরকে বিচ্ছিন্ন করা
(২০৪০) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দুটি ক্রীতদাস বিক্রয় করতে নির্দেশ দেন। তারা দুই ভাই ছিল। আমি তাদেরকে পৃথকভাবে বিক্রয় করি। এরপর রাসূলুল্লাহ (ﷺ) কে তা জানাই । তখন তিনি আমাকে বলেন, তুমি তাদের কাছে যাও এবং তাদেরকে ফেরত আনো। তুমি তাদেরকে একত্রিত ছাড়া বিক্রয় করবে না।
عن علي رضي الله عنه قال: أمرني رسول الله صلى الله عليه وسلم أن أبيع غلامين أخوين فبعتهما وفرقت بينهما فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال: أدركهما فأرجعهما ولا تبعهما إلا جميعا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৪০ | মুসলিম বাংলা