ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০১০
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০১০) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ফল-ফসল (বিক্রয়ের হিসাব থেকে) বাদ দিতে । (ফল-ফসল গাছে বা শিষের মধ্যে থাকা অবস্থায় বিক্রয় করার পরে ফল পাড়া বা ফসল কাটার পূর্বেই যদি প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায় তবে ক্ষতিগ্রস্ত ফল-ফসলকে বিক্রয়ের হিসাব থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন)।
عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أمر بوضع الجوائح
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২০১০ | মুসলিম বাংলা