ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০০৯
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০০৯) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তুমি তোমার ভাইয়ের কাছে কোনো ফল বিক্রয় কর, এরপর (গাছে থাকা অবস্থাতেই) সেই ফল প্রাকৃতিক দুর্যোগ-বিপর্যয়ে নষ্ট হয়ে যায়, তবে তোমার জন্য বৈধ হবে না যে তুমি ক্রেতা থেকে কোনো কিছু (মূল্য) গ্রহণ করবে। কীসের বিনিময়ে তুমি অন্যায়ভাবে তোমার ভাইয়ের সম্পদ গ্রহণ করবে?
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: لو بعت من أخيك تمرا فأصابته جائحة فلا يحل لك أن تأخذ منه شيئا بم تأخذ مال أخيك بغير حق؟
