ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০০৮
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০০৮) ইবন উমার রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ অর্থে একটি হাদীস বর্ণনা করেছেন। তার বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে, এবং সাদা হওয়ার ও প্রাকৃতিক দুর্যোগে বিনষ্ট হওয়ার সময় অতিক্রান্ত হওয়ার আগে শষ্যের শিষ বিক্রয় করতে তিনি নিষেধ করেছেন'।
عن ابن عمر رضي الله عنه مرفوعا نحوه وزاد مسلم: وعن السنبل حتى يبيض ويأمن العاهة
