ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০০৭
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০০৭) আনাস ইবন মালিক রা. বলেন, গাছের ফলের স্থায়িত্ব প্রকাশ পাওয়ার আগে তা বিক্রয় করতে এবং খেজুরের রং লালচে বা হলুদাভ হওয়ার পূর্বে তা বিক্রয় করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: أنه نهى عن بيع الثمرة حتى يبدو صلاحها وعن النخل حتى يزهو قيل: وما يزهو؟ قال: يحمار أو يصفار
