ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০১১
ফল, খেজুর, শস্যের শিষ, আঙুর, শস্য ইত্যাদি কখন বিক্রয় করা বৈধ এবং ক্ষতিগ্রস্ত ফল-ফসল বাদ দেওয়ার নির্দেশ
(২০১১) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কালচে হওয়ার আগে আঙুর বিক্রয় করতে এবং শক্ত হওয়ার আগে শস্য বিক্রয় করতে নিষেধ করেছেন।
عن أنس رضي الله عنه: أنّ النّبي صلى الله عليه وسلم نهى عن بيع العنب حتى يسود وعن بيع الحب حتى يشتد.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০১১ | মুসলিম বাংলা