ফিকহুস সুনান ওয়াল আসার

১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী

হাদীস নং: ১৯৭৭
কুড়ানো দ্রব্য, তার বিজ্ঞপ্তি প্রদান, পলাতক উট ও মেষ
(১৯৭৭) উবাই ইবন কা'ব রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। হাদীসটিতে একবছর বিজ্ঞপ্তি দানের বিষয়ে তিনি অতিরিক্ত বলেছেন, যদি তার মালিক এসে তার সংখ্যা, পাত্র ও পরিচয় বলতে পারে তবে তাকে তা দিয়ে দেবে।
عن أبي بن كعب رضي الله عنه مرفوعا نحوه في اللقطة وزاد: ... فإن جاء صاحبها فعرف عددها ووكاءها فادفعها إليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৭৭ | মুসলিম বাংলা